টানা চার দফা বাড়ানোর পর অবশেষে ভোক্তা পর্যায়ে কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ মঙ্গলবার ঘোষণা দিয়েছে, নভেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, অক্টোবর মাসে দাম ছিল ১ হাজার ৪৫৬ টাকা।
এর আগে, গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
অন্যদিকে, নভেম্বর মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা অক্টোবর মাসে ৬৬ টাকা ৮৪ পয়সা ছিল।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত দাম যথাক্রমে ৬৩৫ এবং ৬৩০ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন বিবেচনায় এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। ২০২৩ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৫ দফা কমলেও ৭ দফা বেড়েছে।
Mytv Online