ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু

গোপন কথোপকথন ফাঁস হওয়ায় ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই: ট্রাম্প

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ১১:৩৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ১১:৩৩:৫০ পূর্বাহ্ন
গোপন কথোপকথন ফাঁস হওয়ায় ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই: ট্রাম্প
ইয়েমেনে হামলা সংক্রান্ত গোপন কথোপকথন ফাঁস হওয়া বিব্রতকর ঘটনার দায় স্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা মাইক ওয়ালজ। যদিও তার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প জানান, কোনো ক্লাসিফাইড তথ্য সেই চ্যাটে ফাঁস হয়নি। চ্যাটের কথোপকথন ফাঁস হওয়া ইস্যুতে প্রযুক্তিগত ত্রুটিকেই দোষারোপ করেন তিনি। যদিও এই ইস্যুতে মার্কিন আইন প্রণেতাদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন সাংবাদিকের কাছে ফাঁস হয় ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিষয়টি। এ নিয়ে তোলপাড় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। পরিস্থিতি বেগতিক দেখে আগেই ক্ষমা চেয়ে বসেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ। জানান, এই ঘটনার পুরো দায় তার। কিন্তু কথোপকথনের এত বিস্তারিত কীভাবে ফাঁস হলো, জানা নেই তার।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ বলেন, ‘আমি পুরো দায়িত্ব নিচ্ছি। গ্রুপটা আমিই তৈরি করেছিলাম। এরকম তো হয়, চ্যাট বক্সে দেখছেন একজনের নম্বর, পরে জানলেন সেটা আরেকজনের। এই জায়গাটায় কাজ করতে হবে। ভুল করেছি, সেটা শুধরাতে কাজ করতে হবে।’

যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন ভিন্ন কথা। জানালেন, কোনো গোপন তথ্যই ফাঁস হয়নি। সশস্ত্র এই যোদ্ধারা সারাবিশ্বের বাণিজ্যিক জাহাজে হামলা করে। বলেন, এই কাজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরও আগে করা উচিত ছিল।


ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কোনো ক্লাসিফাইড তথ্য ছিল না। তারা অ্যাপ ব্যবহার করেছিল, যেটা অনেকেই ব্যবহার করে সরকারি পর্যায়ে। এটা খুবই সফল অপারেশন ছিল। এফবিআইকেও জিজ্ঞাসাবাদ করবো না। এটা নিরাপত্তাজনিত ইস্যু। যেহেতু কথোপকথন ফাঁস হয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলা উচিত। বিশেষজ্ঞরা কাজ করছেন। এরপর থেকে জাতীয় নিরাপত্তা দল কাউকে বিপদে ফেলতে পারবে না। প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন হয়েছে।’

এদিকে একই সুর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক জন র‌্যাটক্লিফও গোপন তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেন। সিনেটে বিতর্কে জড়িয়ে পড়েন তুলসি গ্যাবার্ড।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে এই ইস্যুর কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। এই ঘটনাকে বেপরোয়া আর অগোছালো দাবি করে সিনেটে ট্রাম্প প্রশাসনকে তুলোধুনো করেন ডেমোক্রেট সিনেটররা। এসময় তার পদত্যাগও দাবি করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান