রাজধানীর বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযান জোরদার করেছে। সোমবার (৪ নভেম্বর) পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১,৬৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, অভিযানে ১০৯টি গাড়ি ডাম্পিং এবং ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে তিনি জানিয়েছেন।
এ ধরনের অভিযান ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।