নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে বজ্রপাতে সুমি আক্তার নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
সুমি তার ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্নাঘরে নেওয়ার সময় বজ্রপাত থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় নিয়েছিল। তখনই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন ও নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান জানিয়েছেন, সুমির বাবা একজন দিনমজুর। এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, বিষয়টি এখনো পুলিশে জানানো হয়নি।
এ ধরনের ঘটনা প্রতিরোধে বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।