রাজধানীর চাঁনখারপুলে পাঁচ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। ঈদের পর চূড়ান্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে, গত ২ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনে চাঁনখারপুলে গণহত্যা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়।
এই অভিযোগ করেন নিহত আনাসের নানা।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে আন্দোলনে যোগ দেয় আনাস। সেখানেই সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। প্রসিকিউটর জানান, তদন্তে কিছু ভিডিও পাওয়া গেছে, যেখানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের অলিতে-গলিতে ঢুকে গুলি চালানোর দৃশ্য রয়েছে।
তিনি আরও বলেন, ঘর থেকে বের হওয়ার আগে আনাস বাবা-মায়ের উদ্দেশে তার স্কুল খাতায় একটি চিঠি লিখে যায়।
চিঠিতে সে লিখেছিল— "আমি যদি বেঁচে না ফিরি, তবে গর্বিত হইয়ো। জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।"
এ ঘটনায় আনাসের বাবা প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।
মামলায় এখন পর্যন্ত পুলিশের কনস্টেবল সুজন গ্রেপ্তার রয়েছেন।