ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

শাকিব, তোমাকে ইচ্ছা করেই ফোন দেইনি, বিষয়টি দেখো : মারুফ

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৫ ০১:৪৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৫ ০১:৪৫:৩৭ অপরাহ্ন
শাকিব, তোমাকে ইচ্ছা করেই ফোন দেইনি, বিষয়টি দেখো : মারুফ
বহু জল্পনা-কল্পনার পর ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ অবশেষে ঈদে মুক্তির অনুমতি পেয়েছে। যদিও ২৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটির প্রদর্শনের পর বিতর্কের সৃষ্টি হয়।

সিনেমার সেন্সর স্ক্রিনিং শেষে বের হওয়ার সময় চলচ্চিত্র নির্মাতা ও সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত শাকিব ভক্তদের রোষানলে পড়েন। ভক্তরা তার গাড়ি আটকে দিলে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় কাজী হায়াতকে বলতে শোনা যায়, ‘আমার মারুফেরও লোক আছে’।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভক্তি দেখা গেছে। কেউ কাজী হায়াতের সমালোচনা করছেন, কেউ আবার তার পক্ষে শাকিব ভক্তদের সংযত হওয়ার পরামর্শ দিচ্ছেন।

বিষয়টি নিয়ে এবার ফেসবুক লাইভে কথা বলেছেন কাজী হায়াতের ছেলে, চিত্রনায়ক কাজী মারুফ। তিনি বলেন, “কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যা করেছেন, তা ছবির ভালোর জন্যই করেছেন, দেশের জন্য করেছেন।”

বাবার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মারুফ বলেন, “মারুফের লোক আছে মানে, আমার দর্শক আছে। একসময় আমারও দর্শক ছিল।”

কাজী হায়াতের সিনেমায় ব্যবহৃত ভাষা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। এ বিষয়ে মারুফ বলেন, “হ্যাঁ, কাজী হায়াতের সিনেমায় কিছু অশ্লীল শব্দ ছিল। ‘ধর’ সিনেমার কথা বলবেন? যদি সিনেমাটি বোঝার ক্ষমতা থাকে, তাহলে নীতিমান হবেন, দেশকে নিয়ে ভাববেন। যেন মান্নার চরিত্রের মতো আর কেউ তৈরি না হয়।”

কাজী মারুফ মনে করছেন, শাকিব খানের সঙ্গে তার পরিবারের সম্পর্ক নষ্ট করার জন্য অনেকেই অপপ্রচার চালাচ্ছে, “শাকিবের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কেউ এটা নষ্ট করার চেষ্টা করলে, আমার কিছু যায় আসে না, বাবারও কিছু যায় আসে না, এমনকি শাকিবেরও কিছু আসে যাবে না।”

সবশেষে, শাকিব খানের ভক্তদের বাড়াবাড়ি বন্ধে শাকিবকেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মারুফ, “শাকিব, তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো।”

কমেন্ট বক্স