গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিকদের পাওনা বেতন-ভাতা এবং যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন চলছে, যা নিয়ে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে রয়েছে। সরকার সংশ্লিষ্ট কর্মকাণ্ড মনিটর করার পাশাপাশি শ্রমিকদের দাবি পূরণের জন্য ব্যবস্থা নিচ্ছে, তবে অযৌক্তিক দাবির নামে অস্থিরতা সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে।
আজ ২৭ মার্চ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিকদের যৌক্তিক দাবির ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক ও একমত এবং শ্রমিকদের দাবি বাস্তবায়নে সরকার চেষ্টা অব্যাহত রাখছে।
এছাড়া, মালিকপক্ষ ও বিজিএমইএ-কে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের কর্মকাণ্ড মনিটর করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, অন্যায্য ও অযৌক্তিক দাবির নামে গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি কিংবা নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করা কখনোই মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সরকার কঠোরভাবে প্রতিহত করবে।
সরকার গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কলকারখানায় সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ উভয়ের সহযোগিতা কামনা করেছে।