নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী লিগ’ নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। তবে, আবেদনের সাথে প্রয়োজনীয় দলিলপত্র এবং ব্যাংক ড্রাফট সংযুক্ত না থাকায় প্রাথমিকভাবে তা গ্রহণযোগ্য কিনা তা যাচাই করবে কমিশন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ইসি সচিবালয় সূত্রে জানানো হয়, ‘আওয়ামী লিগ’-এর নিবন্ধন আবেদন নির্বাচন কমিশনের নির্ধারিত নীতিমালা অনুসারে সম্পূর্ণ হয়নি। তাই, আবেদনের যাচাই-বাছাইয়ের জন্য ইসি তা পর্যালোচনা করবে।
‘আওয়ামী লিগ’ দলের পক্ষে নিবন্ধন আবেদন করেছেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি, যিনি দাবি করেছেন, তিনি দলের সভাপতি। আবেদনে তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে উল্লেখ করা হয়েছে, এবং তার পিতা নরেশ চন্দ্র রায় ও মাতা পারুল রায়।
এছাড়া, আবেদনে উজ্জ্বল রায় জানিয়ে দিয়েছেন, দলটির কেন্দ্রীয় কমিটি ২৪ মার্চ গঠিত হয়েছে এবং তার মেয়াদ শেষ হবে ২০ এপ্রিল। তিনি দলের প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ নির্বাচন করেছেন। তবে, দলটির প্রধান কার্যালয়ের ঠিকানা হিসেবে বঙ্গবন্ধু এভিনিউ উল্লেখ করা হলেও, সড়ক বা বাড়ির নম্বর উল্লিখিত হয়নি।
এছাড়া, আবেদনে দলটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে কাজ করতে চায়, কিন্তু যথাযথ দলিলপত্র দাখিল না হওয়ায় কমিশন আবেদনটি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।