মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ ১০৭ জনের বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে।
নিহত আলমগীর হোসেনের স্ত্রী রাফেজা এ মামলার বাদী। মামলাটি সোমবার (৪ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়।
রাফেজার অভিযোগ, পুলিশ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়নি; বরং পুলিশি পোশাকে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যাকাণ্ডে অংশ নেয়।
তিনি আরও অভিযোগ করেন, স্বামীর দাফন কাজে ব্যস্ত থাকায় তিনি এজাহার দিতে পারেননি। তার পরিবর্তে মিঠু চেয়ারম্যানকে পাঠালেও মামলা গ্রহণ না করে উল্টো তাদের আসামি বানানোর হুমকি দেয়া হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি, সিংগাইরের গোবিন্দল এলাকায় সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হন। মমতাজ বেগমের বিরুদ্ধে এ মামলার আগে আরও দুটি মামলা চলতি বছর দায়ের করা হয়েছে, যার মধ্যে অক্টোবর মাসে করা মামলা দুটির বাদী ছিলেন নিহতদের স্বজন।