বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে "রাজনৈতিক ক্রান্তিকাল" হিসেবে অভিহিত করেছেন। তিনি এ মন্তব্য করেন বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায়।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনের অবসান হলেও তাদের প্রেত্মাতারা এখনো বিদ্যমান, যা দেশের রাজনৈতিক অস্থিরতার কারণ।
তিনি আরও উল্লেখ করেন, শুধু পাঠ্যবইয়ের কিছু লাইন পরিবর্তন করলেই তা সংস্কার হবে না; বরং জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনতে হবে।
বিএনপির পক্ষ থেকে ৩১ দফা সংস্কারের রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি, যা প্রথম বিএনপিই প্রস্তাব করেছিল বলে দাবি করেন।
তরিকুল ইসলামের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, তার মতো একজন গুণী নেতার অভাব আজ রাজনীতিতে ভালো পরামর্শের অভাবে প্রতিফলিত হচ্ছে। তার অবদান দেশের রাজনীতিতে চিরস্মরণীয়।