অপরিবর্তিত রয়েছে মার্কিন ডলারের দাম। বেড়েছে একাধিক দেশের ডলারের পাশাপাশি পাউন্ড ও ইউরোর বিনিময়মূল্য। এনসিসি ব্যাংকের দেয়া তথ্য মতে মার্কিন ডলার সর্বোচ্চ ১২২ টাকায় হাতবদল হয়। সপ্তাহের শেষ কার্যদিবসে পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ ১৬০ টাকা ৫১ পয়সায়। সপ্তাহে সর্বনিম্ন দর ছিলো রোববারে, ১৫৯ টাকা ৬৫ পয়সা।
এদিকে, বড় পরিবর্তন দেখা গেছে ইউরোর দরে। সর্বোচ্চ ১৩৪ টাকা ৯৫ পয়সা দরে বিনিময় হয়। সর্বনিম্ন দর ছিলো ১৩৪ টাকা ১৬ পয়সা।
তেমন পরিবর্তন ছিল না অস্ট্রেলিয়ান ডলারের দরে। সর্বোচ্চ দর ছিলো ৭৭ টাকা ১০ পয়সা। সর্বনিম্ন ছিল ৭৬ টাকা ৫৭ পয়সা। তবে, বেড়েছে সিঙ্গাপুরি ডলারের দর। বুধবার সর্বোচ্চ ৯৩ টাকা ০৯ পয়সায় হাতবদল হয় মুদ্রাটি। বৃহস্পতিবার সর্বনিম্ন দর ছিল ৯২ টাকা ৯৩ পয়সা। বেড়েছে কানাডিয়ান ডলারের দামও। রোববার সর্বোচ্চ লেনদেন হয় ৮৫ টাকা ১৩ পয়সা দরে।
যথারীতি ২৭ টাকায় অপরিবর্তিত রয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর। একই অবস্থা সৌদি রিয়ালেও। সপ্তাহ জুড়ে ৩২ টাকা ৫৪ পয়সায় লেনদেন হয়েছে রিয়াল। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৪০ পয়সা।