সিনেমা 'রং ঢং' অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৮ নভেম্বর। দীর্ঘ প্রতীক্ষার পর এই সিনেমাটি দর্শকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। এটি পরিচালনা করেছেন আহসান সারোয়ার এবং প্রযোজনা করেছেন আহসান জুবায়ের।
'রং ঢং' সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, এবং আরও অনেকে।
সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, এবং অন্যান্যরা। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, এবং আরও কয়েকজন শিল্পী।
প্রযোজক আহসান জুবায়ের জানিয়েছেন, সিনেমার মুক্তির জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এটি আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Mytv Online