অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, আগামী ৩ মে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ মার্চ) এক ঘোষণায় এ তথ্য জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তন, পরমাণু শক্তির ব্যবহার এবং আবাসন খাতের নীতিমালা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে।
২০২২ সালের মে মাসে ক্ষমতায় আসে আলবানিজের মধ্য-বামপন্থি লেবার পার্টি। এক দশক ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ সরকারকে পরাজিত করে ক্ষমতায় বসে দলটি।
শুরুর দিকে জনপ্রিয়তা পেলেও সাম্প্রতিক মাসগুলোতে জনসমর্থন হারাতে শুরু করেছে আলবানিজের (৬২) সরকার। মেয়াদের শেষপর্যায়ে এসে তার প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।