ঈদে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ৬৬৭টি টিম সার্বক্ষণিক টহলে থাকবে। রাজধানীর ৫০টি থানায় বসানো হবে ৭১টি চেকপোস্ট। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, অক্সিলারি ফোর্সসহ অন্যান্য সংস্থাও নিরাপত্তায় কাজ করবে।
শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি জানান, পুলিশের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও বিপণিবিতানকেও নিজেদের উদ্যোগে নিরাপত্তা জোরদার করতে হবে। বাসাবাড়ি বা মহল্লায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কিংবা সন্দেহজনক তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানাতেও অনুরোধ করেন তিনি।