জন্ম পাকিস্তানে, অথচ আন্তর্জাতিক অভিষেকটা হলো সেই দেশেরই বিপক্ষে। আর সেটাও যেন সিনেমার মতো! নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন মুহাম্মাদ আব্বাস। ভেঙে দিলেন ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের যৌথ রেকর্ড।
শনিবার (২৯ মার্চ) নেপিয়ারের ম্যাকলিন পার্ক ওভালে পাকিস্তানের মুখোমুখি হয় স্বাগতিক নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে অভিষেকেই ওয়ানডের দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়েন আব্বাস। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ভেঙে ফেলেন আগের ২৬ বলে করা রেকর্ড।
ইনিংসের ৪২তম ওভারে উইকেটে এসে দুর্দান্ত ব্যাটিং করেন এই অলরাউন্ডার। শেষ বল পর্যন্ত থেকে ২৬ বলে ৫২ রান করে আউট হন তিনি। তার ব্যাটিংয়ে ভর করেই বড় সংগ্রহ পায় কিউইরা।
উল্লেখ্য, লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেছিলেন আব্বাস। জাতীয় দলে ডাক পাওয়ার আগে তিনি ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩৫ গড়ে ৪৫৪ রান ও ৫ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ ম্যাচে রয়েছে ৬টি অর্ধশতক ও ২টি সেঞ্চুরি।