জেলার সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের ধুড়ধুড়ির পাড় এলাকায় শতবর্ষী এক বটগাছের গুঁড়ি থেকে রহস্যময় একটি হাত বেরিয়ে আসার ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
শনিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে স্থানীয় কৃষক কমল চন্দ্র রায় (৩৫) গাছের নিচে কাজ করতে গিয়ে হঠাৎ রক্তমাখা হাতের আকার দেখতে পান। প্রথমে তিনি ভয় পেয়ে যান, তবে পরে আশপাশের লোকজনকে ডাকলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকার মানুষজন সেখানে ভিড় করতে শুরু করেন।
এলাকার সনাতন ধর্মাবলম্বীদের একাংশ এই ঘটনাকে দেবী কালী ঠাকুরের বা শিব ঠাকুরের হাত হিসেবে ব্যাখ্যা করছেন। অপরদিকে, সুবাস চ্যাটার্জী (৫৫) নামের এক পুরোহিত মনে করেন, এটি শতবর্ষী বট গাছের অলৌকিক ঘটনা, এবং তিনি জীবনে প্রথমবারের মতো এমন একটি দৃশ্য দেখেছেন।
স্থানীয়রা মনে করছেন, বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে রহস্যের সমাধান হতে পারে। তবে আপাতত শতবর্ষী বটগাছের ওই রহস্যময় হাতের দিকে এলাকার মানুষের কৌতূহল অব্যাহত রয়েছে।