ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিঝিলে বহুতল ভবনে আগুন বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা সালমান মুক্তাদিরের! রাজধানীর আরও কয়েক স্থানে মিছিল-সমাবেশ নিষিদ্ধ: আইএসপিআর দলের সঙ্গে যোগ দিয়ে যা বললেন সাকিব জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক হোসেন ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলেন, হুমকিও দেন : পেজেশকিয়ান শহিদ ফারহান ফাইয়াজের নামে সড়কের ফলক উন্মোচন প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি! ‘আমার বাবা সিএনজিচালক, টাকা-পয়সা দেওয়ার মতো অবস্থা নেই’ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিকে সুযোগ হিসেবে দেখতে হবে: দেবপ্রিয় মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের ভ্রমণ ভিসা পেতে ‘ঘোরাঘুরির অর্থ থাকার’ প্রমাণ দিতে হবে পুশইন ঠেকাতে জনগণের সহযোগিতা চাইলেন বিজিবি ডিজি গাজার ১০ লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আ. লীগের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন- আমির খসরু মাহমুদ চৌধুরী ইউক্রেনে যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৯ উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের পাকিস্তান ক্রিকেটে ফের অধিনায়ক বদলপ গুঞ্জন গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫ আইপিএল ও পিএসএলের হয়ে যেদিন মাঠে নামবেন সাকিব-মুস্তাফিজ

চট্টগ্রামে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত, গুলিবিদ্ধ ৩

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০১:৫৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০১:৫৯:০৩ অপরাহ্ন
চট্টগ্রামে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত, গুলিবিদ্ধ ৩
চট্টগ্রাম নগরীতে প্রাইভেটকারে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন: আবদুল্লাহ্ ও মানিক। সরোয়ার, হৃদয় ও রবিন নামে আরও তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 


জানা যায়, রাতে শাহ আমানত সেতুর পাশে বালুরমহাল থেকে প্রাইভেটকারে করে আসছিলেন পাঁচজন। এসময় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন এসে অতর্কিত গুলি করতে থাকেন। আধঘণ্টা ধরে প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে ধাওয়া করা হয়। মোটরসাইকেল থেকে অনবরত ছোঁড়া গুলির মুখে একপর্যায়ে এক্সেস রোডের অপরপ্রান্ত চন্দনপুরায় এসে কারটি থেমে যায়। এ সময় গাড়িতে থাকা ৫ জনের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হন। আব্দুল্লাহ ও মানিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় কান্নায় ভারি হয়ে উঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
 


 

নিহত আব্দুল্লাহর স্ত্রী বলেন, ‘তাদের শত্রু আছে। আমার স্বামীর সঙ্গে আমি রাতে কথা বলেছি। একটা কাজে ছিল বলে আমাকে জানান তিনি। রাতে চলে আসার কথা ছিল। রাতে যখন আসেননি তখন আমি ফোন দেই। তখন তিনি জানান, সকালে চলে আসবেন। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে দুলাভাই কল দিয়ে জানালেন, আমার স্বামী নাকি মারা গেছেন। আমার স্বামী হত্যার বিচার চাই। মানিক গাড়ি চালিয়েছে।’
 

 
আহত হৃদয় বলেন, আমরা বের হই রাত ২টায়। এরপর আমাদেরকে দৌড়ানো শুরু করেন হামলাকারীরা। আমাদের আধঘণ্টা ধরে দৌড়ায়। নতুন ব্রিজ থেকে শুরু করে বাকলিয়া থানা পর্যন্ত অস্ত্র নিয়ে ৪ থেকে ৫টা মোটরসাইকেলে করে হামলা চালানো হয়। এক থেকে দুইশো রাউন্ড গুলি চালানো হয়। আমাদের দুজন মারা গেছেন। দুজন আহত হয়েছি। তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই আমাদের। কিন্তু তারা কেন এ হামলা চালালো, বলতে পারি না।
 

ঘটনাস্থলে এসে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স
মতিঝিলে বহুতল ভবনে আগুন

মতিঝিলে বহুতল ভবনে আগুন