ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক হোসেন ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলেন, হুমকিও দেন : পেজেশকিয়ান শহিদ ফারহান ফাইয়াজের নামে সড়কের ফলক উন্মোচন প্রাচীন আগ্নেয়গিরির পেটে মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি! ‘আমার বাবা সিএনজিচালক, টাকা-পয়সা দেওয়ার মতো অবস্থা নেই’ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিকে সুযোগ হিসেবে দেখতে হবে: দেবপ্রিয় মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের ভ্রমণ ভিসা পেতে ‘ঘোরাঘুরির অর্থ থাকার’ প্রমাণ দিতে হবে পুশইন ঠেকাতে জনগণের সহযোগিতা চাইলেন বিজিবি ডিজি গাজার ১০ লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আ. লীগের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন- আমির খসরু মাহমুদ চৌধুরী ইউক্রেনে যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৯ উপদেষ্টা আসিফকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের পাকিস্তান ক্রিকেটে ফের অধিনায়ক বদলপ গুঞ্জন গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫ আইপিএল ও পিএসএলের হয়ে যেদিন মাঠে নামবেন সাকিব-মুস্তাফিজ স্লোভানিয়ায় মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্য চুরি আখাউড়ায় নববধূর হাতে স্বামী খুন ভারতের পুশ-ইনের ঘটনা উসকানিমূলক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা সালমান রুশদির ওপর হামলাকারীর ২৫ বছরের কারাদণ্ড

জামিন চেয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সাইফকাণ্ডে গ্রেফতার সেই শরিফুল

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ০২:১৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ০২:১৪:৩৫ অপরাহ্ন
জামিন চেয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সাইফকাণ্ডে গ্রেফতার সেই শরিফুল
বছরের শুরুতে নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। হামলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। জানা গেছে অভিযুক্ত ব্যক্তি এবার জামিন আবেদন করেছেন।সে সময় তদন্তের পর মুম্বাই পুলিশ দাবি করে, শরিফুল আসলে বাংলাদেশের বাসিন্দা। বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তিনি।


শুক্রবার (২৮ মার্চ) সেই শরিফুল জামিনের আবেদন করেছেন। আগামী ১ এপ্রিল সেই আবেদনের শুনানি হবে।আবেদনে শরিফুল জানিয়েছেন, তিনি কোনও অপরাধ করেননি। তার বিরুদ্ধে বানোয়াট একটি মামলা করা হয়েছে। শরিফুলের দাবি, সাইফকে নিয়ে তাকে জড়িয়ে সেই ঘটনা পুরোটাই মনগড়া গল্প।
 

প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল, বাংলাদেশের নাগরিক শরিফুল ইসলাম শেহজাদ কি আদৌ সাইফ আলি খানের হামলাকারী? বিশেষ করে তথাকথিত একটি ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট ফাঁস হওয়ার পর থেকে রীতিমতো প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছিল পুলিশকে।


এবার মুম্বাইয়ে নিম্ন আদালতের কাছে জামিনের আবেদনে লেখা হয়েছে, “এফআইআরটি স্পষ্টতই মিথ্যে এবং শরিফুলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আবেদনকারী তদন্তে পূর্ণসহযোগিতা করেছেন। অতএব, তাকে জেলবন্দি রেখে কোনওরকম কার্যসিদ্ধি হবে না।”

সাক্ষী ও প্রমাণ থাকা সত্ত্বেও যদি অভিযুক্ত নিজের দোষ স্বীকার না করেন, তাহলেও কিছু প্রশ্ন থেকে যায়- বলেছেন শরিফুলের আইনজীবী অজয় গাওয়ালি। এই ঘটনার তদন্তও প্রায় শেষ বলে জানান তিনি। শুধু তদন্তের চার্জশিট তৈরি করা বাকি রয়ে গেছে।

গত জানুয়ারি মাসেই সাইফের বাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট শরিফুলের সঙ্গে মেলেনি। মুম্বাই পুলিশ নবাবের বাড়ি থেকে সম্ভাব্য হামলাকারীর ১৯টি ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করে। সেখানে শরিফুলের আঙুলের ছাপ ছিল না।
 


যদিও সেই ফিঙ্গারপ্রিন্টের গড়মিলের ত্বত্ত্ব উড়িয়ে দিয়েছিলেন মুম্বাই পুলিশের এসিপি। এবার শরিফুলের জামিনের আবেদনের খবর প্রকাশ্যে আসতেই ফের একবার প্রশ্ন উঠেছে, শরিফুল ইসলাম শেহজাদ কি আদৌ সাইফ আলি খানের হামলাকারী? না কি পুরো ঘটনাই ছিল বানোয়াট গল্প?

গত ১৫ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। মুম্বাই পুলিশের দাবি, সাইফের ওপর হামলাকারী অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। তবে সে রাতে সত্যি শরিফুল সাইফের ওপর হামলা চালিয়েছিল কি না সে ধোঁয়াশা এখনও কাটেনি। তবে খুব শিগগির সে ধোঁয়াশা কাটবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক হোসেন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক হোসেন