তিনশ’র বেশি যাত্রী নিয়ে শনিবার (২৯ মার্চ) রাতে ভোলার ইলিশা লঞ্চঘাটের কাছাকাছি একটি ডুবোচরে আটকে যায় যাত্রীবাহী একটি বাল্কহেড (এমভি জাকারিয়া জিহাদ-১)। পরে মোবাইলফোনের বার্তা পেয়ে তাদের উদ্ধার করেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
রোববার (৩০ মার্চ) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০০ যাত্রীসহ ইলিশাগামী একটি বাল্কহেড ডুবোচরে আটকে যায়। এ সময় এক যাত্রী মোবাইলফোনের মাধ্যমে কোস্টগার্ডের শরণাপন্ন হন। পরে কোস্টগার্ডের ইলিশা স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধা্র করেন।
এ ঘটনায় যাত্রী পরিবহনের অনুমোদন এবং ফিটনেস সার্টিফিকেট না থাকায় বাল্কহেডটিকে জব্দ করা হয়। আটক হন ৩ জন ক্রু। আটককৃত বাল্কহেড এবং ক্রুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।