মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে এবং বাংলাদেশ সময় বুধবার সকাল ১১টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০ ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন, আর ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল ভোট।
এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, যা চূড়ান্ত ফলাফল ঘোষণায় কিছুটা সময় নিতে পারে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী পদ্ধতিতে ভিন্ন ভিন্ন রাজ্যে ভোট গণনার নিয়ম রয়েছে। সাধারণত প্রথমে ভোটের দিন দেওয়া ভোট গণনা করা হয়, এরপর আগাম ও ডাকযোগে পাঠানো ভোট, এবং শেষ পর্যায়ে সামরিক ও অভিবাসী ভোট। ভোটের পদ্ধতিতে হ্যান্ডমার্ক করা কাগজের ব্যালট, ব্যালট মার্কিং ডিভাইস (BMD), এবং ডাইরেক্ট রেকর্ডিং ইলেকট্রনিক (DRE) ব্যবহৃত হয়।
বিভিন্ন কারণে আনুষ্ঠানিক ফল ঘোষণায় দেরি হতে পারে। দোদুল্যমান অঙ্গরাজ্য যেমন পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ফলাফল চূড়ান্ত ফলাফলে বড় প্রভাব ফেলে।
এছাড়া, ভোট পুনঃগণনার দাবি উঠলে বা ডাকযোগে ভোট গণনায় দেরি হলে চূড়ান্ত ফলাফলের জন্য আরও সময় লাগতে পারে।
Mytv Online