গাজীপুরে বাসচাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়।
সোমবার (৩১ মার্চ) সকালে শিববাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।