বত্রিশের আগুন যমুনায় লাগতে পারে বলে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘ধানমিন্ড বত্রিশ নাম্বার এবং সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে যে তাণ্ডব শুরু হয়েছিল তা বন্ধ করতে বলেছিলাম। অভ্যুত্থানের ছয় মাস পরও এ ধরনের অরাজকতা চললে সরকার স্থিতিশীল হতে পারবে না।'মঙ্গলবার (১ এপ্রিল) ঝিনাইদহ শহরতলীর মুরারিদহ এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘একটা মব শুরু হয়েছিল।
ওই মবটা যখন যমুনা পর্যন্ত চলে গেল তখন ডিএমপির পক্ষ থেকে শাহবাগ, যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হলো। এসব বিষয় নিয়ে অনেকে কথা বলতে চান না। অনেকে মনে করেন, এই মুহুর্তে তাদের ব্যাপক জনপ্রিয়তা। কথা বললে সাইবার অ্যাটাক হতে পারে, সাইবার বুলিং হতে পারে।
তবে আমার মনে হয়, যেটা সত্য সেটা বলতে হবে।রাশেদ খাঁন আরো বলেন, ‘আজকে হয়তো মানুষ মনে করছে যে আমি ভুল বলছি। আগামীকাল, পরশুদিন বা ছয় মাস পর গিয়ে আমার এই বক্তব্য যে সঠিক ছিল সেটা বলবে না, এর কোনো নিশ্চয়তা আছে। আগে থেকেই আমি ও আমাদের সভাপতি নুরুল হক নুর এসব বিষয়ে কথা বলেছি।পরে গিয়ে অনেক বিষয় সঠিক প্রমাণিত হয়েছে।’