বুধবার সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ যাত্রাবাড়ী এবং সায়েদাবাদ বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।পরিবার-পরিজনের সাথে ঈদুল ফিতরের আনন্দ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী।আজ বুধবার সকাল থেকেই ঢাকার প্রবেশমুখ যাত্রাবাড়ী এবং সায়েদাবাদ বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে দূরপাল্লার বাসগুলো যাত্রাবাড়ী হয়ে সায়েদাবাদে এসে যাত্রীদের নামাচ্ছে। সাইনবোর্ড, মেডিক্যাল, রায়েরবাগ, শনির আখড়া, কাজলা, ডেমরা, কোনাপাড়া, জুরাইন, দোলাইপাড়সহ আশপাশের বিভিন্ন স্টপেজে যাত্রীরা নেমে যাচ্ছেন।
যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, বাড়তি ভাড়া ছাড়া তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি তাদের।তবে, সিএনজিচালিত অটোরিকশাগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে, ঈদের ছুটি কাটাতে এখনো অনেকে ঢাকা ছাড়ছেন। যাত্রাবাড়ী চৌরাস্তা এবং সায়েদাবাদে জনপদ মোড়ের বিভিন্ন বাস কোম্পানির কাউন্টারে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, আজ সকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন ঈদযাত্রীরা। আগামী কয়েকদিন এই প্রবণতা অব্যাহত থাকবে বলে তারা মনে করছেন।