মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, তাদের সেনারা চীনা রেড ক্রসের একটি ত্রাণ কনভয় লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। বুধবার (২ এপ্রিল) এ ঘটনা ঘটে। মিয়ানমারে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে সাহায্যকারী গোষ্ঠীগুলোর ত্রাণ সহায়তার চেষ্টার মধ্যে গুলি ছুঁড়ল জান্তা সরকার।
২০২১ সালে নোবেল বিজয়ী অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করে ক্ষমতায় বসে জান্তা। এরপর থেকেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে। ফলে অর্থনীতি এবং স্বাস্থ্যসেবাসহ মৌলিক পরিষেবাগুলোর মারাত্মক অবনতি ঘটে।
এদিকে জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেছেন, মঙ্গলবার (১ এপ্রিল) রাতে চীনা রেড ক্রস কর্তৃপক্ষকে জানায়নি যে তারা একটি সংঘাতপূর্ণ অঞ্চলে রয়েছে। পরে স্থানীয় যানবাহনসহ কনভয়টি থামাতে ব্যর্থ হওয়ার পরে একটি নিরাপত্তা দল গুলি চালায়।
অন্যদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে, সাহায্যকারী দল এবং সরবরাহ নিরাপদে রয়েছে এবং উদ্ধারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মিয়ানমারের সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ওই মুখপাত্র।মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ত্রাণ তৎপরতার জন্য পরিবহন রুট খোলা এবং বাধাহীন রাখা খুবই জরুরি।’এদিকে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবারের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,৮৮৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৪,৬৩৯ জন।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে, সাগাইং অঞ্চলের গ্রামীণ এলাকাগুলোতে বেশিরভাগই সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলির নিয়ন্ত্রণে ছিল।শুক্রবারের মিয়ানমারের সাগাইং অঞ্চল এবং মান্দালয় শহরের কাছাকাছি ভূমিকম্পটি আঘাত হানে। এতে প্রতিবেশি বেশ কয়েকটি দেশে কম্পন অনুভূত হয়। মিয়ানমারের পরেই বেশি ক্ষয়ক্ষতি হয় থাইল্যান্ডে।
সূত্র: রয়টার্স