ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে : জামায়াতের আমির

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৪:৫৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৪:৫৭:১৩ অপরাহ্ন
আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে : জামায়াতের আমির
অতীতের প্রতিকূল রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দুঃশাসন-জুলুমের কারণে গত ২৪ বছর এখানে এসে সালাম দিতে পারিনি। ২০০১ সালের নির্বাচনের পর আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। আমাকে কুলাউড়ার মানুষ যেভাবে চিনে, অন্য কেউ সেভাবে চিনে না। বিগত সময়ের স্বৈরাচারী হাসিনা কিংবা তার সরকারের মন্ত্রী, আমলারা কি কুলাউড়ার মানুষের চেয়ে বেশি চিনেন? আমি কি যুদ্ধাপরাধী? অথচ আমাকে বলা হয়েছে আমি যুদ্ধাপরাধী।



গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে কুলাউড়া ডাকবাংলো মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, ‘যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ১২ বছর। সাড়ে ১২ বছরের মানুষ যুদ্ধকালীন সময়ে ১৪ মাইল দূরে গিয়ে কি মানুষ খুন করতে পারে-এটা বিশ্বাসযোগ্য কথা? চেষ্টা করা হয়েছে।কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। মহান আল্লাহ পাক সে চেষ্টা ব্যর্থ করে দেন। শুধু আওয়ামী লীগের নেতারা বিদেশে পাচার করেছে ২৬ লাখ কোটি টাকা।


প্রশাসন কত টাকা পাচার করেছে আল্লাহই ভালো জানেন। ওই সময় তাদের ভাব ছিল এমন যে তারা জমিদার আর দেশের ১৮ কোটি মানুষ তাদের প্রজা। ওই সরকার দেশের কারো সঙ্গে সম্মানজনক আচরণ করেনি। তাই সরকার পতনে ৭ বছরের শিশুও আন্দোলন করেছে।


ঈদুল ফিতরের দিন জুলাই বিপ্লবের কয়েকটি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের খোঁজ-খবর নিয়েছি জানিয়ে তিনি বলেন, ‘শহীদ পরিবারের মধ্যে যাদের বাড়ি গিয়েছিলাম তাদের জিজ্ঞেস করেছি কেমন আছেন, তারা শুধু টপটপ করে চোখের পানি ফেলেছেন।


জানতে চেয়েছি, জাতির কাছে তাদের প্রত্যাশা কী? তারা খুনিদের বিচার চেয়েছেন, আর তাদের স্বজনরা যে দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই দেশ চেয়েছেন। দেশটাকে আপনাদের হাতে দেখতে চাই। শহীদ পরিবারের প্রত্যাশা অনুযায়ী, দুর্নীতি-দুঃশাসনমুক্ত দেশ গঠনে আমাদের লড়াই শেষ হয়নি, এখন থেকে শুরু হলো। আমরা মানবিক বাংলাদেশ চাই। প্রয়োজনে শহীদদের প্রত্যাশা পূরণে নিজের জীবনও বিলিয়ে দিতে চাই।’

 
জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘১৯৭১ সালে আমি আমি অন্য একটি সংগঠনের খুদে সমর্থক ছিলাম। এখন এ সংগঠনের নাম বলতে লজ্জা লাগে। ওইসময় আমি জামায়াতে ইসলাম ও শিবির করতাম না। বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি। সাড়ে ১৩টি বছর দলীয় অফিস সিলগালা করা হয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করে ১ আগস্ট দিশেহারা হয়ে নিষিদ্ধ করা হয়। সে সময় আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি বিচার করো, ঠিক ৪দিন পর আল্লাহর বিচার হয়েছে।’

ছাত্রদের কোটা আন্দোলন দেশের সব মানুষের আন্দোলন ছিল জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘এটা কোনো দলের বা কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না। ওই আন্দোলন ছিল দেশের সব মানুষের আন্দোলন। এর কৃতিত্ব ছাত্র-জনতার। জুলাই বিপ্লবে ছাত্রজনতার সঙ্গে আমরাও ছিলাম। জালিমের মাথা আল্লাহ গুড়িয়ে দিয়েছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন।’


 
তিনি বলেন, ‘আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী চাই না, যাদের ভিতর মনুষ্যত্ব নেই। আমরা চাই প্রকৃত মানুষ। যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, তাদের প্রয়োজন। বাংলাদেশে মানবিকতার মৃত্যু হয়েছে। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে হিন্দু মুসলিম কিংবা মেজরিটি মাইনরিটি বলে কিছু থাকবে না। দল,মত নির্বিশেষে মানবিক বাংলাদেশ গড়তে লড়াই শুরু হয়েছে। দুঃশাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি। আজ প্রাণ খুলে আপনাদের সবাইকে দেখতে পেরেছি এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া।’
 

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, সাবেক জেলা আমির সিরাজুল ইসলাম মতলিব, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান, ঢাকা পল্টনের আমির শাহিন আহমদ খান প্রমুখ।


 
ডা. শফিকুর রহমান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামের সন্তান। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেন। আগামী নির্বাচনে এই আসনে জামায়াত তাদের একক প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর নাম ঘোষণা করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী