ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার

ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা

  • আপলোড সময় : ০২-০৪-২০২৫ ০৬:১৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৫ ০৬:১৬:২৭ অপরাহ্ন
ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা
ফোর্বস ২০২৫ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর বিলিয়নিয়ারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৮ জনে। যা গত বছরের চেয়ে ২৪৭ জন বেশি। শুধু তাই নয় তাদের সম্পদের পরিমাণও বেড়েছে।দেখে নেয়া যাক তালিকায় শীর্ষ দশে কারা রয়েছেন এবং তাদের সম্পদের পরিমাণ কত।

 
১. ইলন মাস্ক। বয়স: ৫৩। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: মোটরগাড়ি। মোট সম্পদ: ৩৪২ বিলিয়ন ডলার।
ইলন মাস্ক সাতটি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই।
 
২. মার্ক জুকারবার্গ। বয়স: ৪০। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ২১৬ বিলিয়ন ডলার।
তরুণ উদ্যোক্তা মার্ক জুকারবার্গ ২০০৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠা করেন।
 

 
৩. জেফ বেজোস। বয়স: ৬১। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ২১৫ বিলিয়ন ডলার।
জেফ বেজোস ১৯৯৪ সালে তার সিয়াটল গ্যারেজ থেকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রতিষ্ঠা করেন।
 
৪. ল্যারি এলিসন। বয়স: ৮০। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১৯২ বিলিয়ন ডলার।
ল্যারি এলিসন সফটওয়্যার জায়ান্ট ওরাকলের চেয়ারম্যান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা, যার তিনি প্রায় ৪০ শতাংশের মালিক তিনি।
 
৫. বার্নার্ড আর্নল্ট। বয়স: ৭৬। দেশ/অঞ্চল: ফ্রান্স। শিল্প: ফ্যাশন ও খুচরা পণ্য বিক্রেতা। মোট সম্পদ: ১৭৮ বিলিয়ন ডলার। 
বার্নার্ড আর্নল্ট লুই ভুটন ও সেফোরাসহ ৭৫টি ফ্যাশন এবং প্রসাধনী ব্র্যান্ড এলভিএমএইচের মালিক।
 
৬. ওয়ারেন বাফেট। বয়স: ৯৪। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: অর্থ ও বিনিয়োগ। মোট সম্পদ: ১৫৪ বিলিয়ন ডলার।
‘ওরাকল অব ওমাহা’ নামে পরিচিত ওয়ারেন বাফেট সর্বকালের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে খ্যাত।
 
৭. ল্যারি পেজ। বয়স: ৫২। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১৪৪ বিলিয়ন ডলার।
ল্যারি পেজ ২০১৯ সালে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু বোর্ড সদস্য ও একজন নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হিসেবে রয়ে গেছেন।
 

 
৮. সের্গেই ব্রিন। বয়স: ৫১। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১৩৮ বিলিয়ন ডলার।
সের্গেই ব্রিন ২০১৯ সালের ডিসেম্বরে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু এখনও বোর্ড সদস্য এবং একজন নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
৯. আমানসিও ওর্তেগা। বয়স: ৮৯। দেশ/অঞ্চল: স্পেন। শিল্প: ফ্যাশন ও খুচরা বিক্রেতা। মোট সম্পদ: ১২৪ বিলিয়ন ডলার।
স্পেনের নাগরিক আমানসিও ওর্তেগা বিশ্বের অন্যতম ধনী পোশাক খুচরা বিক্রেতা।
 
১০. স্টিভ বলমার। বয়স: ৬৯। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১১৮ বিলিয়ন ডলার।
স্টিভ বলমার হলেন মাইক্রোসফটের সাবেক প্রভাবশালী প্রধান নির্বাহী (সিইও) যিনি ২০০০ থেকে ২০১৪ পর্যন্ত কোম্পানির নেতৃত্ব দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল

৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল