এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ভারতকে রুখে দেওয়ার পর ফিফা র্যাংকিংয়ে সুখবর পেয়েছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে হামজা চৌধুরীরা। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর র্যাংকিংয়ে বাংলাদেশের এটিই সর্বোচ্চ অবস্থান। ২০২৩ সালের অক্টোবরে ফিফা র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ। ১৮৯ থেকে ১৮৩ নম্বরে জায়গা করে নিয়েছিল জামাল ভুঁইয়ার দল।
বাংলাদেশের এমন উন্নতির দিনে একধাপ পিছিয়েছে ভারত। সুনীল ছেত্রীরা এখন ১২৭তম অবস্থানে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬০ নম্বরে থাকা সেই সিঙ্গাপুরও একধাপ পিছিয়ে এখন ১৬১-তে।
ফিফা র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পরেই আছে স্পেন। ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে স্প্যানিশরা। চারে ইংল্যান্ড, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে পাঁচ নম্বরে।