ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগর ছেড়ে যাওয়া মানুষ। প্রিয়জনদের ছেড়ে আসতে কষ্ট হলেও জীবিকার তাগিদে ফিরতে বাধ্য হলেন তারা।ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ। ছবিটি শুক্রবার (৪ এপ্রিল) ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালের।শুক্রবার (৪ এপ্রিল) ভোরে সদরঘাটে গিয়ে দেখা গেল মানুষের ঢল।
প্রায় প্রতিটি লঞ্চেই মাত্রার ভিড় দেখা গেল। ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই কাজে যোগ দেয়ার তাগিদে রাজধানীতে ফেরা মানুষেরা জানালেন, এবার যেমন স্বাচ্ছন্দে বাড়ি যেতে পেরেছিলেন তেমনি স্বাচ্ছন্দের ফিরতে পেরেছেন রাজধানীতে।
তারা জানান, এবার ঈদে লম্বা ছুটি পেলেও প্রিয়জনদের সান্নিধ্যে সময় খুব দ্রুত কেটে গিয়ে আবার ফেরার সময় হয়ে গেল।এদিকে আনন্দ-উচ্ছ্বাস নিয়ে ঈদ উদযাপন করছেন নগরবাসী। সন্তানকে আনন্দ দিতে একচুলও কার্পণ্য নেই বাবা-মায়ের। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে প্রতিদিনই ভিড় থাকছে।
এছাড়া লম্বা ছুটি থাকায় প্রকৃতির টানে পাহাড়েও ঢল নেমেছে পর্যটকের। যান্ত্রিক নগরীর ক্লান্তি ক্লেশ দূরে ঠেলে প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যেতে ঈদের লম্বা ছুটিই মোক্ষম সময়। সুযোগ লুফে নিচ্ছেন ভ্রমণপিপাসুরা।