এক দম্পতির ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন পরিণত হলো শোকে। অনুষ্ঠানে নাচের সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে স্বামীর।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারেলিতে। শুক্রবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, পিলিভিট বাইপাস রোডের পাশে একটি স্থানে আয়োজিত এক পার্টিতে নিজেদের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন করছিলেন ৫০ বছর বয়সি জুতা ব্যবসায়ী ওয়াসিম সারওয়াত এবং তার স্ত্রী ফারাহ।
অনুষ্ঠানের জন্য আত্মীয়দের মাঝে আমন্ত্রণপত্রও বিতরণ করেছিলেন ওই দম্পতি।অনুষ্ঠানের এক ভিডিওতে দেখা গেছে, ওই দম্পতি এবং তাদের পরিবারের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাক পরে মঞ্চে গান পরিবেশন করছেন। ফারাহ এবং তার আত্মীয়রা যখন মঞ্চে নাচছিলেন, তখন হঠাৎ করেই মেঝেতে লুটিয়ে পড়েন ওয়াসিম।ফারাহ এবং তার আত্মীয়স্বজনরা ওয়াসিমের দিকে ছুটে গেলেও, নিস্তেজ ছিলেন ওয়াসিম।
পরিবারের সদস্যরা তাকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ওয়াসিমকে মৃত ঘোষণা করেন।