রাজধানী ঢাকার বায়ু মান উন্নয়নে সরকার কমিটি গঠন করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগার) পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা বলেন, “মাতুয়াইল এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেয়া হবে। ময়লার ভাগারে কোনোভাবেই ময়লা বা ব্যাটারি পোড়ানো যাবে না, সিসা আলাদা করার কাজও নিষিদ্ধ।”
তিনি আরও জানান, “এ মুহূর্তে ময়লার ভাগারটি পুরোপুরি সরিয়ে ফেলা সম্ভব না হলেও, দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ সময় পার্শ্ববর্তী দুটি স্টিলমিল বন্ধ করে দেওয়ার নির্দেশও দেন তিনি।
স্থানীয়দের পক্ষ থেকে এ সময় বায়ুদূষণ থেকে রক্ষায় দ্রুত মাতুয়াইল ল্যান্ডফিল স্থানান্তর ও ময়লা পোড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। তারা বলেন, দিনের পর দিন ধোঁয়া ও দুর্গন্ধে বসবাস করা দুঃসহ হয়ে উঠেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের মতে, ঢাকা প্রায় প্রতিদিনই বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করে। এমনকি একাধিকবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকাতেও উঠে এসেছে ঢাকার নাম।
বিশেষজ্ঞরা বলছেন, দূষণ রোধে কঠোর নিয়ন্ত্রণ, বিকল্প বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা জরুরি। পরিবেশ উপদেষ্টার ঘোষণাকে তারা স্বাগত জানালেও কার্যকর বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন।