ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট জনরোষের মুখে সাবেক এমপি আফতাব, ডিম-জুতা নিক্ষেপ থাইল্যান্ডে সাঁতারু রাফির এবার রৌপ্য, নেপথ্যে অলিম্পিয়ান কোচ আমার কাছে ক্ষমা চাইতে হবে, আলো আসবেই গ্রুপ নিয়ে আইরিনের হুঁশিয়ারি হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড, আগুন দিল জনতা রেকর্ড সৃষ্টি করে মার্চে এলো ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন ড. ইউনূস গাজায় জরুরি সেবাকর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল স্বীকার মানবপাচার রোধে শক্তিশালী আইনি কাঠামো প্রস্তুত করেছে বাংলাদেশ:স্বরাষ্ট্র উপদেষ্টা মালিকানা বদলের পরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ফু ওয়াং ফুডস যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক গাজায় গণহত্যা বন্ধে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ মা হারালেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেস আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল সেনাবাহিনীর সহযোগিতায় পাবনায় ভোক্তার অভিযান, জরিমানা ‘বরবাদ’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘খাদান’র সিনেমাটোগ্রাফার! আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব

মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে ভক্তদের উপচেপড়া ভিড়

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৩:৫৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৩:৫৭:১৮ অপরাহ্ন
মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে ভক্তদের উপচেপড়া ভিড়
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ও মেঘনা নদীতে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী অষ্টমী গঙ্গাস্নান। শনিবার (৫ এপ্রিল) চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে ভোর থেকেই জেলাজুড়ে বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্তপুণ্যার্থী সমবেত হন গোকর্নঘাট তিতাস নদীর তীরে।

বিশ্বাস অনুযায়ী, এদিন পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন হয় এবং জীব ও জাতির কল্যাণ ঘটে—এই ভাবনা থেকেই ভক্তরা নির্ধারিত সময় অনুযায়ী গঙ্গাস্নানে অংশ নেন।

ভক্ত মিঠুন দাস বলেন, “আজ অষ্টমী তিথিতে আমরা গঙ্গাস্নান করেছি। আমাদের বিশ্বাস, এতে পাপ মোচন হয়। আমরা দেশের মঙ্গল এবং জীবনের শান্তির জন্য প্রার্থনা করেছি।”

আরেক ভক্ত সম্পাশীল জানান, “প্রতিবছরই এই গঙ্গাস্নানে অংশ নিই। এখানে এসে পূণ্যলাভের আশায় স্নান করি এবং জাতির মঙ্গল কামনা করি।”

গঙ্গাস্নান পরিচালনা কমিটির সদস্য খোকন কান্তি আচার্য বলেন, “এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে শরীর ও মন পবিত্র হয়। নিজের ও পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি জাতির শান্তি এবং কল্যাণের জন্য ভক্তরা বিশেষ প্রার্থনা করেন।”

গঙ্গাস্নানকে কেন্দ্র করে তিতাস নদীর তীরে বসে গ্রামীণ ঐতিহ্যবাহী লোকজ মেলা। মেলায় ছিল মুড়ি-চিড়া, মাঠা, মাটির খেলনা ও নানা ধরনের মনোহরী পণ্যের পসরা। দোকানিরা সকাল থেকেই জমিয়ে তোলেন তাদের দোকান।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর এলাকায় মেঘনা নদীতেও ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো পুণ্যার্থী অংশগ্রহণ করেন, গঙ্গাজলে স্নান করে দেশ ও জাতির কল্যাণ কামনায় মগ্ন হন তারা।

পবিত্র অষ্টমী তিথিতে গঙ্গাস্নান ঘিরে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার নদীতীরবর্তী এলাকা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট

প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট