ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

তিলক মারতে পারছিলেন না, তাই তুলে নেয় মুম্বাই

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৪:০৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৪:০৭:৩৮ অপরাহ্ন
তিলক মারতে পারছিলেন না, তাই তুলে নেয় মুম্বাই
শেষ দুই ওভারে ২৯ রান—আইপিএলের মতো টুর্নামেন্টে যা ডালভাতের মতোই সহজ। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এমন সহজ লক্ষ্যও পূরণ করতে পারলো না মুম্বাই ইন্ডিয়ানস। কারণ ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে যেন থমকে গেলেন হার্ডহিটার তিলক ভার্মা। মারতে পারছিলেন না কিছুতেই। তাই ম্যাচের ৭ বল বাকি থাকতে তাকে রিটায়ার্ড আউট করে মাঠ থেকে তুলে নেয় মুম্বাই।

ক্রিজে থাকা অবস্থায় তিলক করেন ২৩ বলে ২৫ রান। শেষ দিকে মারার প্রয়োজন ছিল, কিন্তু পরপর দুই বলে মাত্র ২ রান নেওয়ায় হতাশ হয় টিম ম্যানেজমেন্ট। এরপরই তাকে তুলে এনে মাঠে নামানো হয় মিচেল স্যান্টনারকে। তবে তাতেও লাভ হয়নি। জয়ের জন্য যখন বল এবং রান দুইই ছিল নাগালের মধ্যে, তখনই ছন্দপতন। শেষ পর্যন্ত ১২ রানে হেরে যায় মুম্বাই।

তিলককে মাঠ থেকে তুলে নেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে বলছেন, ব্যাটসম্যানের জন্য এটি অপমানজনক ও লজ্জার। যদিও ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, কৌশলগত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘তিলক ভালো খেলছিল। সূর্যর সঙ্গে তার পার্টনারশিপও ভালো হয়েছিল। কিন্তু পরে দেখলাম ওর শরীরী ভাষা পরিবর্তন হয়েছে, নার্ভাস লাগছিল। তখন মনে হয়েছে, নতুন কাউকে নামানো দরকার।’

তবে রিটায়ার্ড আউট করায় সমালোচনার বিষয়টি স্বীকার করে হার্দিক আরও বলেন, ‘দেখতে খারাপ লেগেছে, সন্দেহ নেই। কিন্তু কখনও কখনও এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়।’

তবে তিলক ভার্মা প্রথম ব্যাটার নন যাকে রিটায়ার্ড আউট করা হয়েছে। এর আগে ২০২২ সালে রাজস্থানের রবিচন্দ্রন অশ্বিন, ২০২৩ সালে পাঞ্জাব কিংসের অথর্ব টেইড এবং একই আসরে গুজরাটের সাই সুদর্শনকে রিটায়ার্ড আউট করা হয়েছিল।

কমেন্ট বক্স