যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক অটুট থাকবে—এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, “ইলন দায়িত্ব ছাড়লেও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।”
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ইলন মাস্ককে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)’ নামের নতুন একটি বিভাগের দায়িত্ব দেন ট্রাম্প। সরকারি ব্যয় কমানো ও কর্মীবহর হ্রাসে নজর দিয়েই কাজ শুরু করেন টেসলা ও স্পেসএক্সের প্রধান মাস্ক।
এর ধারাবাহিকতায় মাস্ক ইউএসএআইডি বন্ধ করে দেন, লক্ষাধিক সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর সিদ্ধান্তও নেন। তার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও প্রতিক্রিয়া তৈরি করে। মাস্কের অফিসের সামনে নিয়মিত বিক্ষোভ চলছে, তবে এসব বিক্ষোভকে ‘ভুয়া’ ও ‘ভাড়াটে’ বলে উল্লেখ করেছেন তিনি।
সবশেষ গত বুধবার (২ এপ্রিল) ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলকে জানান, ইলন মাস্ক পরামর্শকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দায়িত্ব ছাড়বেন। তবে ট্রাম্প প্রশাসনে মাস্ক কোনো না কোনো সহায়ক ভূমিকা পালন করবেন বলেও জানান প্রেসিডেন্ট।