ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ১ কোটি ৭ লাখ সিমধারী। একই সময়ে ছুটি শেষে ঢাকায় ফিরে এসেছেন প্রায় ৪৪ লাখ সিমধারী।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে জানা গেছে, ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক বিশ্লেষণ করে এই তথ্য বের করা হয়েছে।
বিটিআরসি’র তথ্য অনুযায়ী, ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ জন সিমধারী। অপরদিকে, ঢাকায় ফিরেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ জন সিমধারী।
তবে, সিমধারী হিসেবে গণনা করা ব্যক্তি সংখ্যা শুধু মোবাইল ফোন ব্যবহারকারীকেই বুঝায়, এর মধ্যে যাদের সঙ্গে প্রবীণ নাগরিক ও শিশুরাও থাকতে পারেন, যারা মোবাইল ফোন ব্যবহার করেন না। সুতরাং, এই পরিসংখ্যান প্রকৃত জনসংখ্যা জানার জন্য যথেষ্ট নয়।