ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট জনরোষের মুখে সাবেক এমপি আফতাব, ডিম-জুতা নিক্ষেপ থাইল্যান্ডে সাঁতারু রাফির এবার রৌপ্য, নেপথ্যে অলিম্পিয়ান কোচ আমার কাছে ক্ষমা চাইতে হবে, আলো আসবেই গ্রুপ নিয়ে আইরিনের হুঁশিয়ারি হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড, আগুন দিল জনতা রেকর্ড সৃষ্টি করে মার্চে এলো ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন ড. ইউনূস গাজায় জরুরি সেবাকর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল স্বীকার মানবপাচার রোধে শক্তিশালী আইনি কাঠামো প্রস্তুত করেছে বাংলাদেশ:স্বরাষ্ট্র উপদেষ্টা মালিকানা বদলের পরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ফু ওয়াং ফুডস যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক গাজায় গণহত্যা বন্ধে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ মা হারালেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেস আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল সেনাবাহিনীর সহযোগিতায় পাবনায় ভোক্তার অভিযান, জরিমানা ‘বরবাদ’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘খাদান’র সিনেমাটোগ্রাফার! আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৫:৪১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৫:৪১:২১ অপরাহ্ন
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনগণকেন্দ্রিক সম্পর্ক বজায় রাখতে ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের পার্শ্ববৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এক টুইটে এ কথা বলেছেন তিনি।বৈঠকের ছবি যুক্ত করা টুইটে মোদি লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।



 গণতন্ত্রে জোর দিয়ে বৈঠকের আলোচনা সম্পর্কে মোদি লিখেছেন, আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি।ড. ইউনূস দায়িত্ব নেওয়ার  পর  প্রতিবেশী দুই দেশের নেতার এটিই ছিল প্রথম বৈঠক। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক এই বৈঠক শেষে মোদিকে বাঁধাই করা একটি ছবি উপহার দেন ড. ইউনূস।



এর আগে বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেছিলেন, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ভারত এই সম্পর্ককে জনগণের কল্যাণে কাজে লাগাতে চায় এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ফলে উভয় দেশের মানুষই এর সুফল পেয়েছে।



এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমাদের কিছু স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু যেমন শেখা হাসিনাকে ফিরিয়ে আনা, শেখ হাসিনা ভারতে বসে যে অনেক উসকানিমূলক মন্তব্য করছেন, সেগুলোর বিষয়ে কথা হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা, গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন, তিস্তার পানি প্রসঙ্গেও আলাপ হয়।’ বৈঠকটি গঠনমূলক, কার্যকর এবং ফলপ্রসূ হয়েছে বলেও জানান প্রেস সচিব।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট

প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট