যুক্তরাষ্ট্রের শুল্ক কর্মকর্তারা শনিবার (৫ এপ্রিল) থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে আরোপিত নতুন ১০ শতাংশ আমদানি শুল্ক সংগ্রহ শুরু করেছেন। মার্কিন সমুদ্রবন্দর, বিমানবন্দর ও শুল্ক গুদামে এই বেসলাইন বা ন্যূনতম শুল্ক কার্যকর হয় স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিটে।
গত বুধবার (২ এপ্রিল) হোয়াইট হাউজের রোজ গার্ডেনে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এর পরপরই বৈশ্বিক শেয়ারবাজারে ব্যাপক ধস নামে; কেবল এসঅ্যান্ডপি ৫০০-এ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজারমূল্য থেকে দুদিনেই হারিয়ে যায় পাঁচ ট্রিলিয়ন (পাঁচ লাখ কোটি) মার্কিন ডলার। কমে যায় জ্বালানি ও পণ্যমূল্য, বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সরকারি বন্ডের দিকে ঝুঁকে পড়ে।