পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে অতিরিক্ত ভিড় ও অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ১৩টি দেশের নাগরিকদের জন্য ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। নিষেধাজ্ঞাটি জুন মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত যেসব ব্যক্তি ইতোমধ্যে ওমরাহ ভিসা পেয়েছেন, তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে এরপর থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে এসব ভিসায় প্রবেশের অনুমতি।
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেনের নাগরিকরা।
সৌদি সরকার ইতোমধ্যে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং দেশটির ওমরাহ ভিসাধারীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগ করার নির্দেশ দিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সৌদি আরবে প্রবেশ বা অবস্থান করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীতে পাঁচ বছরের জন্য সৌদি আরব সফরের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে।
সাধারণত হজ মৌসুমে অতিরিক্ত ভিড় সামাল দিতে সৌদি সরকার প্রতিবছরই কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়ে থাকে, তবে এবার নিষেধাজ্ঞার আওতা কিছুটা বিস্তৃত হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।