সরকারি কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত জুড়ে দিল জনপ্রশাসন মন্ত্রণালয়। অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি না দিলে কোনো কর্মকর্তার কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না বলে জানানো হয়েছে।
রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এক ‘অতি জরুরি’ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী বাতায়ন (জিইএমএস)-এ সংযুক্ত পিডিএস-এর (পার্সোনাল ডাটা শিট) তথ্য হালনাগাদকরণে ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজন এবং সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরিভিত্তিতে হালনাগাদ করতে হবে।
সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, যেসব কর্মকর্তা এই নির্দেশনা মানতে ব্যর্থ হবেন, তাদের পদোন্নতির জন্য বিবেচনায় আনা হবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা বেড়েছে। হালনাগাদকরণে গড়িমসি করা কর্মকর্তাদের এখনই ব্যবস্থা নিতে বলা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে।
Mytv Online