সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক ইসলামী বক্তার দোয়ার ভিডিও, যেখানে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জীবদ্দশায় যেন দেশে কোনো নির্বাচন না হয়।
ভিডিওটিতে দেখা যায়, রফিকুল্লাহ আফসারী নামের ওই বক্তা মঞ্চে দাঁড়িয়ে দুই হাত তুলে মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘আল্লাহ, ড. ইউনূস সাহেবের জীবদ্দশায় বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদের দিয়েছো, এই নিয়ামত তুমি ছিনায়ে নিও না। আল্লাহ তাকে নেক হায়াত দিও।’
এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট দোয়া’ বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন—ধর্মীয় ভাষার এমন ব্যবহার সমীচীন নয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম নিজেই ভিডিওটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বক্তার বক্তব্যের সঙ্গে তিনি একমত নন।
শফিকুল আলম লিখেছেন, ‘না, অন্তর্বর্তী সরকার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করবে।’ তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।