ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন।রোববার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া।
তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এস আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকালে কসবা উপজেলার তিনলাখপীর এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে যায়। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন।আহত যাত্রীদের উদ্ধার করে কসবা, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে।