ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় একটা শস্যদানাও ঢুকতে দেব না: ইসরায়েলি মন্ত্রী যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী! বৈশাখে পান্তা-ইলিশ বাংলা সংস্কৃতির অংশ না: উপদেষ্টা ফরিদা হামাস বা ইসরাইল কেউই গাজা শাসন করবে না: ইমানুয়েল ম্যাক্রোঁ নিহত তিন জামায়াত কর্মীকে নিজ গ্রামে দাফন ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে ‘মুসলিম কর্মী’ বরখাস্ত! অশ্রুবন্যা গাজায় মানবতার আহ্বান গাজায় ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কেএফসিসহ ৫ রেস্তোরাঁয় ভাঙচুর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা ৩৭ শতাংশ শুল্ক ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি ফিলিস্তিনে ইসরায়েলি অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা গাজায় হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় বাবর আলীর পরীমনি ও শেখ সাদীকে নিয়ে বিস্ফোরক তথ্য গৃহকর্মীর গাজা ইস্যুতে চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা হরতাল সমর্থনে মিছিল নিয়ে শহীদ মিনারের পথে হাজারও মুসল্লি

আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৫:২৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৫:২৫:৫১ অপরাহ্ন
আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব
স্পোর্টস হাব অথবা ভিলেজ, এই পরিকল্পনা বাংলাদেশের দীর্ঘদিনের। নানা জটিলতার কারণে এতদিন সেটি বাস্তবায়ন হয়নি। তবে এবার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের ৮টি বিভাগে স্পোর্টস হাব করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রোববার (৬ এপ্রিল) জাতীয় স্টেডিয়ামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে বিষয়টি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।



জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে দুটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বালক ও বালিকা, এই দুই বিভাগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে পুরস্কার প্রদানের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাত সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করবো।’ 

 

এই স্পোর্টস হাব নিয়ে চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা করে বাংলাদেশ। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস সম্প্রতি আরব আমিরাত সফরে এটি নিয়ে কাজ করেছেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে আমরা বিষয়টি বলেছিলাম। স্যার যখন আরব আমিরাত সফরে গিয়েছিলেন তখন স্যারটি বিষটি আলোচনা করেন এবং আরব আমিরাত আমাদের এই বিষয়ে সহায়তা করতে চায়।’ 
 

 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্পোর্টস হাব নিয়ে এখন বিস্তারিত কাজ করছে। ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে এই বিষয়ে ডিজাইনিং ও অন্য বিস্তারিত কাজ করছে। কী পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আমরা জানাব। আশা করছি সামনের অর্থ বছরেই কাজ শুরু করতে পারব।’ 
 
খেলাধূলার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বিকেএসপি। সেই বিকেএসপি আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ উপহার দিতে পারছে না। এ কারণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পোর্টস ইন্সটিটিউট করার পরিকল্পনা করছিলেন। এ নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন এবং সেই কমিটি প্রতিবেদনও দিয়েছে। স্পোর্টস ইন্সটিটিউটও কী এই অর্থায়ানে থাকবে নাকি আলাদা, সেটা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। 
 
ক্রিকেট, শুটিং বাদে দেশের প্রায় সকল ফেডারেশনই জাতীয় স্টেডিয়াম এলাকায়। অনেক খেলারই ভেন্যু নেই এখানে, আবার অনেক ফেডারেশনের কার্যালয়ও নেই। এই সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, ‘গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের একটি জায়গা ছিল যা বেদখল হয়েছিল। সেই জায়গার দালিলিক কিছু জটিলতা ছিল যেগুলো আমরা শেষ করেছি। সেখানে আমরা ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর অফিস বা স্পোর্টস ফ্যাসিলেট (খেলা আয়োজনের ব্যবস্থা) করা যায় সেটা নিয়ে কাজ করছি।’ 
 

 
ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য বিভিন্ন ফেডারেশন ও স্থানীয় পর্যায়ে অ্যাডহক কমিটি করছে জাতীয় ক্রীড়া পরিষদ। আরচ্যারি ফেডারেশনের কমিটি ঘোষণার পর সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা পদত্যাগের হুমকি দেন। এরপরই আবার কমিটি বদল হয়। সার্চ কমিটির সঙ্গে এনএসসি-মন্ত্রণালয়ের দূরত্ব এবং আরচ্যারি ফেডারেশনের কমিটি বদল নিয়ে ইতিবাচক কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা।
 
‘এটা একটু সমন্বয়হীনতা রয়েছে। আমাদের একটা পলিসি সিদ্ধান্ত ছিল কেউ সর্বোচ্চ পদে দুই বারের বেশি নয়। এই আলোকে কমিটিতে পরিবর্তন হয়েছে। আমরা সমন্বয় করছি সার্চ কমিটির সঙ্গে। সার্চ কমিটির যে কার্যপরিধি তারা মন্ত্রণালয়কে কমিটিকে প্রস্তাবনা করবে। এটা প্রস্তাবনা চূড়ান্ত নয়, মন্ত্রণালয় চূড়ান্ত করবে। এখানে অনেক বিষয় দেখতে হয়। অনেকের রাজনৈতিক পরিচয় কেউ পূর্ববর্তী ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কিনা এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়।’

কমেন্ট বক্স
গাজায় একটা শস্যদানাও ঢুকতে দেব না: ইসরায়েলি মন্ত্রী

গাজায় একটা শস্যদানাও ঢুকতে দেব না: ইসরায়েলি মন্ত্রী