বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় আওয়ামীপন্থি ৯ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এদের মধ্যে ৮ জন মহিলা আইনজীবী।
রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই জামিন আদেশ দেন। জামিন মঞ্জুর হওয়া ৯ জনের মধ্যে ৮ জন মহিলা আইনজীবী। তাদের জামিনের আবেদন আদালতে আত্মসমর্পণ করে করা হয়েছিল, যা শুনানি শেষে মঞ্জুর করা হয়।
এর আগে, এ মামলায় আত্মসমর্পণকারী ৯৩ জনের মধ্যে ৮৪ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম জানায়, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে, তবে আদালত ৯ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন।
মামলা প্রসঙ্গে জানা গেছে, ৪ আগস্ট ঢাকার আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামীপন্থি আইনজীবীরা আইনজীবীদের ওপর হামলা চালায়, চেম্বার ভাঙচুর করে এবং হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু ৬ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন।
এই ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন ১১৫ জন আইনজীবী। তাদের জামিনের মেয়াদ ৭ এপ্রিল (সোমবার) শেষ হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ৪ আগস্টের ঘটনায় আওয়ামী লীগপন্থি আইনজীবীরা বেআইনি জনতাবদ্ধ হয়ে অস্ত্র, লাঠিসোটা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ আনা হয়।