ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগের এত অনুকূল পরিবেশ কখনো ছিল না: প্রধান উপদেষ্টা ঢাবিতে নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ নিজ স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন প্রধান শিক্ষক; তদন্তে কমিটি চলতি বছরে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক: বিডা চেয়ারম্যান ভাঙচুরের ঘটনা পরিকল্পিত নয়, হঠাৎ করে ঘটানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো ফলাফল করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত আবদুল্লাহ পিএসএল খেলতে দেশ ছাড়লেন রিশাদ-লিটন হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল: সালাহউদ্দিন আহমেদ রাতের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড় গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ দুই থানার নাম পরিবর্তন, বাদ গেলো ‘বঙ্গবন্ধু’ ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে জিম্মি করে নিয়ে গেছে আরাকান আর্মি সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ ও তার স্ত্রীর নামে দুদকের মামলা মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা : বাদীর সাজা, আসামি খালাস ‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চায় ছাত্রদল রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পারব, সময় লাগবে : ড. খলিলুর রহমান দুই ফিফটিতে বাংলাদেশের বড় সংগ্রহ এবারের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল ‘ভিউ’ বাড়াতে সন্তানদের ব্যবহার, প্রশাসনের নজরে ‘ক্রিম আপা’

হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড, আগুন দিল জনতা

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৭:২১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৭:২১:৩৫ অপরাহ্ন
হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড, আগুন দিল জনতা
কুষ্টিয়ার সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় খাবার হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে তিনটি খাবার হোটেল ও একটি চায়ের দোকানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। রোববার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে মহিষাডাঙ্গা-বিত্তিপাড়া এলাকায় গড়ে ওঠা কিছু হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলে আসছিল। হোটেলগুলো পরিচালনা করতেন ইকরামুল ইসলামের 'ভাই ভাই হোটেল', শেকমের হোটেলসহ একাধিক মালিক। এছাড়াও মহির আলীর একটি চায়ের দোকানে অনৈতিক কর্মকাণ্ডের আড্ডা চলত বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, হোটেল মালিকরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে আসছিলেন। স্থানীয়রা একাধিকবার বিষয়টি নিয়ে আপত্তি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ জনতা নিজ হাতে হোটেল ও দোকানগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ১১ মাইল থেকে বিত্তিপাড়া করিমপুর সংযুক্ত সড়ক পর্যন্ত প্রায় অর্ধশতাধিক খাবার হোটেল গড়ে উঠেছে। এর মধ্যে বেশ কয়েকটি হোটেলে নারী দিয়ে দেহ ব্যবসা পরিচালিত হতো। এতে এলাকার উঠতি বয়সী ছেলেরা বিপথগামী হচ্ছে, সামাজিক অবক্ষয় বেড়েছে এবং এলাকার সুনাম ক্ষুণ্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও হোটেল মালিকরা এসব কার্যকলাপ বন্ধ করেননি। ফলে এলাকাবাসী নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হয়।

এ বিষয়ে হোটেল মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, "মহিষাডাঙ্গা-বিত্তিপাড়া মাঠের আশপাশে কয়েকটি খাবার হোটেল রয়েছে। সেখানকার হোটেলগুলোর বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগে স্থানীয় জনতা তিন-চারটি হোটেল ও একটি চায়ের দোকানে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনিয়োগের এত অনুকূল পরিবেশ কখনো ছিল না: প্রধান উপদেষ্টা

বিনিয়োগের এত অনুকূল পরিবেশ কখনো ছিল না: প্রধান উপদেষ্টা