ঢাকা , সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার জুলাই জাতীয় সনদে গণফোরামের স্বাক্ষর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করবে জামায়াত ফিলিপাইনে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু আর্থিকভাবে স্বাবলম্বী হলে স্ত্রী ভরণপোষণ চাইতে পারবেন না: দিল্লি হাইকোর্ট নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে করা আপিল খারিজ করলো আইসিসি অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগাল কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শহরে বিক্ষোভ আজ গুলশানে সংবাদ সম্মেলন করবে বিএনপি মেসির হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে-অফে মায়ামি মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনির’ সহযোগী ‘রগকাটা সুমন’ গ্রেপ্তার সারা দিন খোঁজাখুঁজির পর রাতে সেপটিক ট্যাংকে মিলল ২ ভাইয়ের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের মানববন্ধন জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ফেনীতে লোহার গেট কেটে ২ কোটি টাকার মালামাল লুট ডিভোর্স নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি লালনের গানের মানবতার বাণী আজও প্রাসঙ্গিক: ফরিদা আখতার শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত

থাইল্যান্ডে সাঁতারু রাফির এবার রৌপ্য, নেপথ্যে অলিম্পিয়ান কোচ

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৭:৩৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৭:৩৩:৩০ অপরাহ্ন
থাইল্যান্ডে সাঁতারু রাফির এবার রৌপ্য, নেপথ্যে অলিম্পিয়ান কোচ
থাইল্যান্ডে অনুষ্ঠিত অ্যারেনা থাই উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় টানা দ্বিতীয় দিন পদক জিতেছেন বাংলাদেশি সাঁতারু সামিউল ইসলাম রাফি। রোববার (৬ এপ্রিল) ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ২৭.১৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন তিনি।

এর আগে গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এই বাংলাদেশি সাঁতারু। দুই ইভেন্টেই নিজের সেরা টাইমিং করেছেন রাফি। ৫০ মিটারে তার আগের সেরা টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড। ওই সময় নিয়ে এবার ব্রোঞ্জ জিতেছেন তুর্কমেনিস্তানের এক সাঁতারু। স্বর্ণ জিতেছেন স্বাগতিক থাইল্যান্ডের সাঁতারু, যার টাইমিং ছিল ২৬.৭৮ সেকেন্ড।

এই ইভেন্টে অংশ নিয়েছেন প্রায় ৪০ জন প্রতিযোগী। থাইল্যান্ড ছাড়াও এশিয়ার বেশ কয়েকটি দেশের সাঁতারু অংশ নেন এই প্রতিযোগিতায়।

সামিউল ইসলাম রাফি দুই পদক জয়ের পর আত্মবিশ্বাসী, সামনে এসএ গেমসেও ভালো করার প্রত্যাশা তার। রাফি বলেন, ‘মালয়েশিয়ায় আরেকটি টুর্নামেন্ট খেলব সামনে। এর আগেই আমি ৫০ মিটারে টাইমিং ২৬-এর মধ্যে আনব। এসএ গেমসে ২৬ টাইমিংয়ে স্বর্ণ জয় করা সম্ভব।’

রাজবাড়ীর সন্তান রাফি জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড ও স্বর্ণপদকের অধিকারী। ভবিষ্যতের সম্ভাবনাময় সাঁতারু হিসেবে বাংলাদেশ সাঁতার ফেডারেশন তাকে বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তির আওতায় থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রায় দেড় বছর ধরে তিনি ফুকেট শহরে প্রশিক্ষণ নিচ্ছেন রাশিয়ান কোচ আলেকজান্ডার টিকোনিভের অধীনে। উল্লেখ্য, এই কোচ ২০০০ সালের সিডনি অলিম্পিকে পদক জিতেছিলেন।

কোচের প্রশংসা করে রাফি বলেন, ‘তিনি অত্যন্ত বড় মাপের খেলোয়াড় এবং কোচ। তার কাছে আসার আগে আমি মূলত ব্যাকস্ট্রোক সাঁতারু ছিলাম। এখন ফ্রি স্টাইল, মিডলেও ভালো করছি। দেশে ফ্রি স্টাইলে স্বর্ণ জিতলাম। আর ব্যাকস্ট্রোকে তো উন্নতি করছিই।’

বিশ্ব সাঁতার ফেডারেশন চারটি দেশে (থাইল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, হাঙ্গেরি) তাদের বৃত্তির আওতায় শতাধিক উদীয়মান সাঁতারুকে উন্নত প্রশিক্ষণ দিয়ে থাকে। এর আগে এই বৃত্তির আওতাতেই ছিলেন বাংলাদেশের সাবেক অলিম্পিয়ান মাহফিজুর রহমান সাগর।

নিজেও একজন অলিম্পিয়ান রাফি। গত বছর তিনি প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন। যদিও ব্যাকস্ট্রোকেই বিশেষজ্ঞ হলেও ফ্রি স্টাইলে তিনি সেরা টাইমিং করেছিলেন সেই অলিম্পিক আসরেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার

আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার