ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় একটা শস্যদানাও ঢুকতে দেব না: ইসরায়েলি মন্ত্রী যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী! বৈশাখে পান্তা-ইলিশ বাংলা সংস্কৃতির অংশ না: উপদেষ্টা ফরিদা হামাস বা ইসরাইল কেউই গাজা শাসন করবে না: ইমানুয়েল ম্যাক্রোঁ নিহত তিন জামায়াত কর্মীকে নিজ গ্রামে দাফন ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে ‘মুসলিম কর্মী’ বরখাস্ত! অশ্রুবন্যা গাজায় মানবতার আহ্বান গাজায় ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কেএফসিসহ ৫ রেস্তোরাঁয় ভাঙচুর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা ৩৭ শতাংশ শুল্ক ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি ফিলিস্তিনে ইসরায়েলি অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা গাজায় হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় বাবর আলীর পরীমনি ও শেখ সাদীকে নিয়ে বিস্ফোরক তথ্য গৃহকর্মীর গাজা ইস্যুতে চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা হরতাল সমর্থনে মিছিল নিয়ে শহীদ মিনারের পথে হাজারও মুসল্লি

থাইল্যান্ডে সাঁতারু রাফির এবার রৌপ্য, নেপথ্যে অলিম্পিয়ান কোচ

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৭:৩৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৭:৩৩:৩০ অপরাহ্ন
থাইল্যান্ডে সাঁতারু রাফির এবার রৌপ্য, নেপথ্যে অলিম্পিয়ান কোচ
থাইল্যান্ডে অনুষ্ঠিত অ্যারেনা থাই উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় টানা দ্বিতীয় দিন পদক জিতেছেন বাংলাদেশি সাঁতারু সামিউল ইসলাম রাফি। রোববার (৬ এপ্রিল) ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ২৭.১৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন তিনি।

এর আগে গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এই বাংলাদেশি সাঁতারু। দুই ইভেন্টেই নিজের সেরা টাইমিং করেছেন রাফি। ৫০ মিটারে তার আগের সেরা টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড। ওই সময় নিয়ে এবার ব্রোঞ্জ জিতেছেন তুর্কমেনিস্তানের এক সাঁতারু। স্বর্ণ জিতেছেন স্বাগতিক থাইল্যান্ডের সাঁতারু, যার টাইমিং ছিল ২৬.৭৮ সেকেন্ড।

এই ইভেন্টে অংশ নিয়েছেন প্রায় ৪০ জন প্রতিযোগী। থাইল্যান্ড ছাড়াও এশিয়ার বেশ কয়েকটি দেশের সাঁতারু অংশ নেন এই প্রতিযোগিতায়।

সামিউল ইসলাম রাফি দুই পদক জয়ের পর আত্মবিশ্বাসী, সামনে এসএ গেমসেও ভালো করার প্রত্যাশা তার। রাফি বলেন, ‘মালয়েশিয়ায় আরেকটি টুর্নামেন্ট খেলব সামনে। এর আগেই আমি ৫০ মিটারে টাইমিং ২৬-এর মধ্যে আনব। এসএ গেমসে ২৬ টাইমিংয়ে স্বর্ণ জয় করা সম্ভব।’

রাজবাড়ীর সন্তান রাফি জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড ও স্বর্ণপদকের অধিকারী। ভবিষ্যতের সম্ভাবনাময় সাঁতারু হিসেবে বাংলাদেশ সাঁতার ফেডারেশন তাকে বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তির আওতায় থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রায় দেড় বছর ধরে তিনি ফুকেট শহরে প্রশিক্ষণ নিচ্ছেন রাশিয়ান কোচ আলেকজান্ডার টিকোনিভের অধীনে। উল্লেখ্য, এই কোচ ২০০০ সালের সিডনি অলিম্পিকে পদক জিতেছিলেন।

কোচের প্রশংসা করে রাফি বলেন, ‘তিনি অত্যন্ত বড় মাপের খেলোয়াড় এবং কোচ। তার কাছে আসার আগে আমি মূলত ব্যাকস্ট্রোক সাঁতারু ছিলাম। এখন ফ্রি স্টাইল, মিডলেও ভালো করছি। দেশে ফ্রি স্টাইলে স্বর্ণ জিতলাম। আর ব্যাকস্ট্রোকে তো উন্নতি করছিই।’

বিশ্ব সাঁতার ফেডারেশন চারটি দেশে (থাইল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, হাঙ্গেরি) তাদের বৃত্তির আওতায় শতাধিক উদীয়মান সাঁতারুকে উন্নত প্রশিক্ষণ দিয়ে থাকে। এর আগে এই বৃত্তির আওতাতেই ছিলেন বাংলাদেশের সাবেক অলিম্পিয়ান মাহফিজুর রহমান সাগর।

নিজেও একজন অলিম্পিয়ান রাফি। গত বছর তিনি প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন। যদিও ব্যাকস্ট্রোকেই বিশেষজ্ঞ হলেও ফ্রি স্টাইলে তিনি সেরা টাইমিং করেছিলেন সেই অলিম্পিক আসরেই।

কমেন্ট বক্স
গাজায় একটা শস্যদানাও ঢুকতে দেব না: ইসরায়েলি মন্ত্রী

গাজায় একটা শস্যদানাও ঢুকতে দেব না: ইসরায়েলি মন্ত্রী