অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই ভাই সাক্ষাৎ করেছেন। বুধবার (৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আবু সাঈদের বড় ভাই রমজান আলী এবং ছোট ভাই আবু হোসেন তাদের পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তারা বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. ইউনূস যখন আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কথা বলছিলেন, তখন তাদের পরিবার আবেগে ভেঙে পড়ে। ড. ইউনূসের এই স্মরণ তাদের কাছে অনেক সম্মানের বিষয়।
রমজান আলী ড. ইউনুসকে তাদের বাড়িতে যাওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আবু সাঈদের আত্মত্যাগকে জাতির জন্য একটি বড় অর্জন হিসেবে বর্ণনা করেন। আবু হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যখন তারা মঞ্চে দাঁড়িয়েছিলেন এবং সৈন্যরা সম্মান প্রদর্শন করছিল, তখন তা তাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত ছিল।
বৈঠকে তারা আবু সাঈদ হত্যার বিষয়ে ড. ইউনূসকে অবহিত করেন এবং এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানান। ড. ইউনূস তাদের আশ্বস্ত করেন যে, আবু সাঈদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, সরকার তদন্ত দ্রুত শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং পুলিশকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।