অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের গুলিতে এক ফিলিস্তিনি-আমেরিকান কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম ওমর মোহাম্মদ রাবেয়া, বয়স মাত্র ১৪ বছর। রোববার (৬ এপ্রিল) পশ্চিম তীরের তুরমুস আয়া এলাকার কাছে তাকে সরাসরি গুলি করা হয়। তার সঙ্গে থাকা আরও দুই কিশোরও আহত হয়।
রামাল্লাহর গভর্নর লায়লা ঘান্নাম ও তুরমুসায়ার মেয়র লাফি শালাবি নিশ্চিত করেছেন যে, নিহত ও আহত তিনজনই ফিলিস্তিনি-মার্কিন নাগরিক। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, আহতদের পেটে গুলি লেগেছে।
তাদের দ্রুত রামাল্লাহর একটি হাসপাতালে নেওয়া হয়। তবে গুরুতর আহত ওমর বাঁচতে পারেনি।
এই ঘটনার ফলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এটি পশ্চিম তীরে মার্কিন নাগরিক হত্যার সাম্প্রতিকতম ঘটনা। এর আগে ২০২৪ সালে মার্কিন-তুর্কি নাগরিক আয়েসি নূর এজগি ইয়েগি এবং ২০২২ সালে ফিলিস্তিনি-মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ড বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছিল।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রের নীরবতা এবং ইসরায়েলের দায়মুক্তি প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছে।