বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী আবারও ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা-১ (৮০৯১ মিটার) পর্বতের শীর্ষে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সকালে বাবর আলী সফলভাবে পর্বতশৃঙ্গে পৌঁছান।
ভার্টিক্যাল ড্রিমার্স নামক তার সংগঠন ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। পোস্টে জানানো হয়, “এখনো অপেক্ষা, ইতিহাস! স্রষ্টার কৃপায় প্রকৃতিমাতা বাবরকে অন্নপূর্ণার শীর্ষে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। ২৬,৫৪৫ ফুট উচ্চতার এই পর্বতটিতে প্রথমবার বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়েছে।”
এছাড়া, বাবর আলী ইতোমধ্যে সুস্থ অবস্থায় ক্যাম্প-৩ এ পৌঁছেছেন। তার সংগঠন আরও জানায়, পরবর্তী পর্যায়ে বাবরকে ক্যাম্প-২ এ নামতে হবে এবং তারপর বেসক্যাম্পে ফিরতে হবে। পর্বত চড়ার চেয়ে নামা আরও বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় বাবরের নিরাপদ অবতরণের জন্য সকলের কাছে প্রার্থনা চাওয়া হয়েছে।
বাবর আলী এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে জয় করেছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা এই চিকিৎসক পর্বত জয়ের নেশায় তার চিকিৎসকের চাকরি ছেড়ে পর্বত অভিযানে যুক্ত হয়েছেন।