ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইসিসিতে ফিরলেন সৌরভ গাঙ্গুলী এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়বে: মির্জা ফখরুল ফ্রান্স দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প যে কোনো বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবেন প্রবাসীরা যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র মতিঝিলে বিএনপির কোনো কমিটি নেই, চাঁদা দাবিকারী যুবকের বিরুদ্ধে মামলা পাকিস্তানের ১৪০ কোটি ডলারের রপ্তানি ঝুঁকিতে, সুযোগ বাংলাদেশের বাংলাদেশ-ভারতে একই সময়ে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, খুশি জেলেরা রোহিঙ্গাদের অর্থায়নে কাটছাঁট করছে যুক্তরাষ্ট্র শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে আবারও বোমা নিক্ষেপ রিশাদের প্রশংসা করে যা বললেন শাহিন আফ্রিদি ইউরোপে মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধ বাড়ছে : ইইউ মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল চীন বিগত ১৫ বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে : রিজভী ‘ফিরিয়ে দাও’ গানে মুখরিত আনন্দ শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রায় শহীদ মুগ্ধের ‘পানি লাগবে পানি’ মোটিফ কিম জং উনের দাদার জন্মদিন ঘিরে উত্তর কোরিয়ায় নানা আয়োজন যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে : নাহিদ ইসলাম

ফিলিস্তিনে ইসরায়েলি অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৫:১৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৫:১৫:৩১ অপরাহ্ন
ফিলিস্তিনে ইসরায়েলি অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা
গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, "যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর ফলে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে, যা মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্পষ্টত ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের তোয়াক্কা করেনি বরং ক্রমবর্ধমান তীব্র হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে।"

বাংলাদেশ সরকার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাগুলোর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর অভিযোগ করেছে। তারা অবিলম্বে ইসরায়েলকে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে, সর্বাধিক সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্ব পালনের দাবি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের কাছে আবেদন করছে যেন তারা নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

বাংলাদেশ সরকার ফিলিস্তিনি জনগণের সব ন্যায্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানা অনুসারে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

এছাড়া, বিবৃতিতে বলা হয়েছে যে, বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য আলোচনার প্ল্যাটফর্মে ফিরে আসার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের ওপর সহিংসতা ও দুর্ভোগের অবসান ঘটাতে কূটনীতি এবং সংলাপের পথে নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।

বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে যাতে তারা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং শান্তি, মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে কাজ করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইসিসিতে ফিরলেন সৌরভ গাঙ্গুলী

আইসিসিতে ফিরলেন সৌরভ গাঙ্গুলী