ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। এ বিজয়ে তিনি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে যাবেন।
তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসকে পরাজিত করেন, যিনি মাত্র ১০০ দিন আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। ট্রাম্পের আত্মবিশ্বাস তখনই বাড়তে থাকে যখন উইসকনসিন রাজ্যের ফলাফল তার পক্ষে আসে।
জয়ের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সমর্থকদের ধন্যবাদ জানান এবং প্রতিটি মার্কিন নাগরিকের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, "প্রতি নাগরিকের জন্য আমি লড়ব। আমার প্রতিটা দিন হবে আপনাদের জন্য।"
ট্রাম্পের এই জয় তাকে বিরতি দিয়ে আবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া দ্বিতীয় ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। এর আগে গ্রোভার ক্লেভল্যান্ড এই কীর্তি গড়েছিলেন, যিনি ১৮৮৪ ও ১৮৯২ সালে দুই মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন।