গাজা উপত্যকা হামাস কিংবা ইসরাইল—দুইয়ের কেউই শাসন করবে না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, গাজায় নতুন একটি প্রশাসন গঠনের সময় এসেছে, যাতে neither হামাস, nor ইসরাইল থাকবে।
সোমবার (৭ এপ্রিল) মিশরের কায়রোতে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ম্যাক্রোঁ বলেন, “ফ্রান্স গাজায় ইসরাইলি হামলা এবং যুদ্ধবিরতির ক্রমাগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে যুদ্ধবিরতি আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানাচ্ছে।” তিনি ইসরাইলি হেফাজতে থাকা বন্দিদের নিঃশর্ত মুক্তিরও দাবি জানান।
তিনি বলেন, “গাজাবাসীকে জোরপূর্বক তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার যেকোনো পরিকল্পনার বিরোধিতা করছি। গাজা বা পশ্চিম তীর দখলের যে কোনো উদ্যোগ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।”
ফরাসি প্রেসিডেন্ট জানান, গত ৪ মার্চ আরব দেশগুলোর পক্ষ থেকে গাজা পুনর্গঠনের যে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে, ফ্রান্স সেটির প্রতি পূর্ণ সমর্থন জানায়।
তিনি বলেন, “এই উদ্যোগ গাজায় একটি নতুন প্রশাসনের পথ তৈরি করবে, যা neither হামাস, nor ইসরাইলের নিয়ন্ত্রণে থাকবে। এটি গাজার জন্য বাস্তবসম্মত সমাধান।”
এদিকে মিশরের প্রেসিডেন্ট আল সিসি বলেন, “ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে আমরা একমত হয়েছি।”