ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্খা থেকেই এ অভ্যুত্থান: সালাহউদ্দিন আহমেদ যৌথবাহিনীর অভিযানে নিহত কুখ্যাত দস্যু গোয়াস্কা দাঙ্কারামিসহ শতাধিক সহযোগী বিনিয়োগ সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান ইরানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৮ জন পাকিস্তানি শ্রমিক নিহত আমার পরিবারও বরবাদের টিকিট পাচ্ছে না: শাকিব খান প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে চায় চীন শিল্পখাতে বাড়ল গ্যাসের দাম খোলামেলা পোশাকে র‍্যাম্পে ঝড় তুললেন গওহর ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত ৭১ ও ২৪-এর গণঅভ্যুত্থানে মেয়েরাই ছিল সর্বাগ্রে : উপদেষ্টা শারমীন ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হলো রেজাউলকে চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে রপ্তানির দুয়ার খুলছে বাংলাদেশের আমরা সবাই এক পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা পহেলা বৈশাখে মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর হবে : মির্জা ফখরুল ‘মার্চ ফর গাজা’কে ইমানি হাজিরা বললেন আজহারী আমরা অহিংসবাদ সম্প্রীতি ও হিংসা-বিদ্বেষ বিহীন দেশ গড়তে চাই-সেনাপ্রধান  আন্তর্জাতিক বৌদ্ধবিহার সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন-প্রধান উপদেষ্টা  সৌদিতে আজ থেকে ওমরাহ করতে যেতে পারবেন না কেউ ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

হামাস বা ইসরাইল কেউই গাজা শাসন করবে না: ইমানুয়েল ম্যাক্রোঁ

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ০৬:৫১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ০৬:৫১:০৩ অপরাহ্ন
হামাস বা ইসরাইল কেউই গাজা শাসন করবে না: ইমানুয়েল ম্যাক্রোঁ
গাজা উপত্যকা হামাস কিংবা ইসরাইল—দুইয়ের কেউই শাসন করবে না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, গাজায় নতুন একটি প্রশাসন গঠনের সময় এসেছে, যাতে neither হামাস, nor ইসরাইল থাকবে।

সোমবার (৭ এপ্রিল) মিশরের কায়রোতে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ম্যাক্রোঁ বলেন, “ফ্রান্স গাজায় ইসরাইলি হামলা এবং যুদ্ধবিরতির ক্রমাগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে যুদ্ধবিরতি আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানাচ্ছে।” তিনি ইসরাইলি হেফাজতে থাকা বন্দিদের নিঃশর্ত মুক্তিরও দাবি জানান।

তিনি বলেন, “গাজাবাসীকে জোরপূর্বক তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার যেকোনো পরিকল্পনার বিরোধিতা করছি। গাজা বা পশ্চিম তীর দখলের যে কোনো উদ্যোগ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।”

ফরাসি প্রেসিডেন্ট জানান, গত ৪ মার্চ আরব দেশগুলোর পক্ষ থেকে গাজা পুনর্গঠনের যে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে, ফ্রান্স সেটির প্রতি পূর্ণ সমর্থন জানায়।

তিনি বলেন, “এই উদ্যোগ গাজায় একটি নতুন প্রশাসনের পথ তৈরি করবে, যা neither হামাস, nor ইসরাইলের নিয়ন্ত্রণে থাকবে। এটি গাজার জন্য বাস্তবসম্মত সমাধান।”

এদিকে মিশরের প্রেসিডেন্ট আল সিসি বলেন, “ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে আমরা একমত হয়েছি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই আন্দোলন বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্খা থেকেই এ অভ্যুত্থান: সালাহউদ্দিন আহমেদ

জুলাই আন্দোলন বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্খা থেকেই এ অভ্যুত্থান: সালাহউদ্দিন আহমেদ